Logo

আন্তর্জাতিক    >>   ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হিজবুল্লাহর নতুন রকেট হামলা

ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হিজবুল্লাহর নতুন রকেট হামলা

ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হিজবুল্লাহর নতুন রকেট হামলা

গতকাল সোমবার লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছে, যার ফলে পুরো দেশে সতর্ক সংকেত বাজতে শুরু করে। এদিকে, গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে, যা গতকালই অর্ধশতাধিক মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে।

হিজবুল্লাহ জানায়, তাদের যোদ্ধারা ভোরে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর বিকেলে আবারও একই শহরে হামলা চালানো হয়। হিজবুল্লাহ, উত্তর ইসরায়েলে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলাও চালিয়েছে।

হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ফাদি-১ ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে সংগঠনটি। তাছাড়া, হাইফার থেকে ৬৫ কিমি দূরে অবস্থিত তিবেরিয়াস শহরের ওপরেও হামলা চালানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তিবেরিয়াসের উত্তরাঞ্চলে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যার মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়।

এছাড়া, হিজবুল্লাহ দাবি করেছে, তারা জাল আল-আলম সামরিক ঘাঁটিতে ইসরায়েলের সেনা ও সাঁজোয়া যানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। উত্তর ইসরায়েলের কারমিয়েল শহরেও রকেট হামলা চালানোর দাবি করা হয়েছে। গত সপ্তাহে ইসরায়েল লেবাননে স্থল হামলার ঘোষণা দেয় এবং এর পর মারুন আল-রাস গ্রামে একাধিক হামলার ঘটনা ঘটে।

একই দিনে, গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার এক বছর পূর্ণ হয়েছে। হামাস জানিয়েছে, তারা গতকাল ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে অন্তত দুজন আহত হয়েছে। হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেডস তেল আবিবের দিকে একযোগে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা গত আগস্টের পর বড় শহরে তাদের প্রথম হামলা।

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল নির্বিচার হামলা চালিয়ে গাজার বেসামরিক মানুষকে হত্যা করছে। ইসরায়েলের হামলার ফলে গাজার উদ্বাস্তু ফিলিস্তিনিরা এক স্থান থেকে অন্য স্থানে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের প্রতিরোধের অংশ হিসেবে তেল আবিবে হামলার চেষ্টা করা হয়েছে।

এছাড়া, গতকাল ফার ভেরাদিম শহরেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, যা একটি বাড়ি ও কয়েকটি গাড়িকে ক্ষতিগ্রস্ত করেছে, তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। এই হামলাগুলো মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি করছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert